এই তোমার আমার সীমান্ত
ঐ আকাশ মাটি অশান্ত
যখন আমরা মুখোমুখি
যুদ্ধ ঝুঁকি দিচ্ছে উঁকি
উড়ছে বিমান জঙ্গী
বাড়ছে সমর সঙ্গী।
ঘৃণার আগুন জ্বলছে
জাতি নিধন চলছে
অর্ধেক জগৎ সরব
বাকি অর্ধেক নীরব
অর্ধেক জাগে বোধে
অর্ধেক প্রতিশোধে ..
দেখো দেখো দেখো বিশ্ব
দেখো বহমান লাল দৃশ্য
রক্তের ঢল নদীতে মেশে
মানবতা যাচ্ছে ভেসে।।
©রিশাদ ফয়সল
![]() |
| দৃশ্য দেখো বিশ্ব ।। রিশাদ ফয়সল |
