বুধবার, ১৫ জুলাই, ২০২০

অশান্ত বিশ বিষাক্ত শিস

অশান্ত বিশ বিষাক্ত শিস || কবিতাঞ্চল















আলোর নীচে অন্ধকার খুঁজেছি
লাগে আলোছায়ায় ভালো
জলের তৃষ্ণা মেটাও আমার
ঢালো আরো ঢালো
মাথায় মাথায় কোষে কোষে
সাজাই নতুন দৃশ্য
আমার ভেতরে কবি আমিটা
আসল মহাবিশ্ব ..

খেয়াল টলছে
দেয়াল বলছে
ক্যালেন্ডারে বিশ বিশ
নিঃশ্বাসে বিষ
প্রশ্বাসে বিষ
মৃত্যু দেয় শিস ..

কুকুর খাচ্ছে হরিণ ছিঁড়ে
তাজা ডলফিন মাটি মাটি
দলে দলে আমরা বেকুব
উল্টো পথে হাঁটি ..

দেখে যাও দেখে যাও 
বুঝে নাও মানচিত্র
বাড়ছে সংখ্যা বাড়ছে শঙ্কা
মরছে শত্রু মিত্র ..

এত জীবনের ক্ষয়
আমরা থামাবো কী করে 
বাড়ছে আমাদের ভয়
আমরা পোষাবো কী করে ...

© রিশাদ ফয়সল