পাল্টে যাওয়ার খেলায়
অক্সিজেন পুড়িয়ে
আকাশ হবে অগ্নিকুণ্ড
চোখে জ্বলবে আতশবাজি
পাল্টে যাবে হাওয়া
ভয়ে চুপসে যাবে পথের কুকুর
বারান্দার সব বেড়াল ..
শহরের বৃদ্ধ দেখবে বৃদ্ধাঙ্গুল
এই তারুণ্য থমকে যাবে বেহায়া মধ্যমাঙ্গুলে
অসহায় শিশু খুঁজবে অনন্ত আড়াল
পাখির বসবাস অযোগ্য হয়ে যাবে সমাজ
ক্যালেন্ডার পাল্টে যাওয়ার পর
ভোরের আলোয়
কবিতা খুঁজতে গিয়ে এক কবি খুঁজে পাবে
অসভ্য নগর সভ্যতা
অসংখ্য মৃত পাখির পালকে মানুষের পাপ
এবং একটি হরর গল্প।
© রিশাদ ফয়সল
