শরতের বৃষ্টিতে শহর আমার
জল, জীবনে পথঘাট একাকার
শারদীয় উৎসবের রং মাখা
এই সম্প্রীতির শহর মায়ায় ঢাকা
ঘৃণার পৃথিবীতে আমরা মানুষ অন্য
আমরা বাঁচি আমাদের মানুষের জন্য।
যতবার এই শহর পুড়েছে আগুনে
মাথা তুলে আমরা জেগেছি ফাগুনে
আমরা জাগি কর্মে
বর্ণে, জাগি ধর্মে।
এই শহরে বারবার
মানবতার সংজ্ঞা আমরা লিখি
আমরা দূর্জয়, দূর্বার
আমরা আমাদের কাছ থেকে শিখি।।
© রিশাদ ফয়সল
শারদীয় উৎসবের রং মাখা
এই সম্প্রীতির শহর মায়ায় ঢাকা
ঘৃণার পৃথিবীতে আমরা মানুষ অন্য
আমরা বাঁচি আমাদের মানুষের জন্য।
যতবার এই শহর পুড়েছে আগুনে
মাথা তুলে আমরা জেগেছি ফাগুনে
আমরা জাগি কর্মে
বর্ণে, জাগি ধর্মে।
এই শহরে বারবার
মানবতার সংজ্ঞা আমরা লিখি
আমরা দূর্জয়, দূর্বার
আমরা আমাদের কাছ থেকে শিখি।।
© রিশাদ ফয়সল
