বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

আমরা অনির্বাণ আমরা চিরন্তন | রিশাদ ফয়সল | কবিতাঞ্চল

একুশ থেকে আগুন নিয়ে 
ফাগুন আনব বলে 
ভেতরে গভীরে সুনিপুণ 
এক তৎপরতা চলে ..

যতবার তোমরা টুঁটি চেপে ধরো
ততবার আমরা জাগি
ঘুমাই আমরা মরি না কখনো
যুদ্ধের অনুরাগী ..

বারুদে পিষিয়ে ধুলাতে মিশিয়ে
যখনই তোমরা দিতে চেয়ছ শিক্ষা
আমরা তখনই মন্ত্র জপেছি
নীরবে নিয়েছি যুদ্ধের যত দীক্ষা ..

পোশাকি নয় মনে প্রাণে 
আমরা সত্যের সৈনিক
দ্বিধাহীন চোখে লালন করেছি
স্বপ্ন গৈরিক ..

তোমরা অবাক 
আমরা কেন বারবার ফিরে আসি
আমরা অনির্বাণ আমরা চিরন্তন
মায়ের মুখের হাসি।।

© রিশাদ ফয়সল 


আমরা অনির্বাণ আমরা চিরন্তন | রিশাদ ফয়সল | কবিতাঞ্চল
আমরা অনির্বাণ আমরা চিরন্তন | রিশাদ ফয়সল | কবিতাঞ্চল

#একুশেফেব্রুয়ারি
#মহানশহীদদিবস 
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস
#মাতৃভাষা
#বাংলা
#কবিতা
#আবৃত্তি
#রিশাদফয়সল
#কবিতাঞ্চল