আমি জানি পৃথিবীর সব
ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে জানো তুমি
চুম্বনকে উপেক্ষা ..
তুমি ভাবো -
তোমার মতো করে ভাবতে জানেনা কেউ
তোমার তুমিটাকে ভাঙতে শেখেনি কেউ
আমি সিদ্ধান্ত নিয়েছি -
তোমাকে ভালোবাসতে শেখাবো
উপেক্ষা নয়, শেখাবো অপেক্ষা ..
আমি তোমাকে ভাবাবো
তোমাকে কাঁদাবো
তোমাকে হাসাবো
এই হাতে হাত রেখে তুমি হাঁটবে অনন্ত পথ ...
তুমুল বৃষ্টিতে, অশ্লীল দুপুরে
আমি তুমি জ্বলবো
তুমি আমি ভিজবো
হেঁটে যাবো আমাদের সব সীমানা পেরিয়ে ...
তোমাকে আমি খেলা শেখাবো
অন্য পুরুষের মতো ছিঁড়ে খাবোনা এই তোমাকে
নিজেকে ভাঙতে শেখাবো
ভেঙে চুরমার করতে শেখাবো তোমাকে
বোঝাবো ওষ্ঠ-অধরের খেলা
তোমাকে শেখাবো - আরো গভীর
আরো শুদ্ধতম কোন খেলা ...
তুমি উজাগর চাঁদ
আমি ছুঁয়ে দিলে হবে জোৎস্নাময়ী
তোমাকে দেবো এক আলোকিত উঠোন
আমার উড্ডীন ভালোবাসা ওড়াবে তোমাকে
নিরেট উচ্ছ্বাস ভাসাবে তোমাকে
তুমি ভুলে যাবে সব ভয়
নিতল সংশয়
এই হাতে হাত রেখে
এই চোখে চোখ রেখে ...
কথা দিচ্ছি -
বিচিত্র বিকাশ তোমার দেখবে আমার উঠোনে
সাবলীল বিনির্মাণ আমার টের পাবে ভেতরে তোমার
শুধু একবার চলো আমার সাথে
যেখানে আছে অমোঘ আয়োজন
সেখানে শুধু তোমার প্রয়োজন
পাহাড়ের উত্তুঙ্গ চূড়ায়
ভালোবাসার কার্নিভ্যালে ...
© রিশাদ ফয়সল
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.
