বুধবার, ১০ মে, ২০১৭

তোর এই পতন থামা | কবিতাঞ্চল

কিছুদিন আগে ভাবছিলাম একটা গল্প লিখব
সমাজের কিছু বর্ণচোরা মানুষের গল্প
কিছুটা ভদ্রতার খাতিরে হোক
আইনী জটিলতা এড়াতে হোক
গুছিয়ে হয়তো বলতাম - এটা একটি কাল্পনিক গল্প
দুঃখজনক সত্য হচ্ছে - এই গল্পটি বাস্তব থেকে নিতে হচ্ছে
এই গল্পে কোন নায়ক নেই
পুরো গল্প জুড়ে ভিলেনের রাজত্ব 
এক বচনে নয় ভিলেন এখানে বহু বচনে সক্রিয়
ওরা আকাশের কাছাকাছি বাঁধে ঘর
মাটিতে নামে আঁধারে 
যখন বিকার নিবারণ প্রয়োজন
মাঝে মাঝে দিবালোকেও মারে ছো
ওদের বিকার, ওদের ক্ষুধা বোঝার নেই কোন জো

ওদের আছে সোনার পাহাড়
চূড়ায় বসে ওরা 
খিলখিল করে হাসে
ওদের বাবারা ওদের খুঁটি
চেপে ধরা যায়না টুটি
বিষ-বাষ্প ছড়ায় ওরা নিঃশ্বাসে-প্রশ্বাসে

যাদের প্রয়োজন চরিত্ররক্ষী
তারা নিয়ে ঘোরে দেহরক্ষী
এই দেহরক্ষীরাও গল্পের ভিলেন
নারীর সম্ভ্রম যাতে যথাযথভাবে হরণ করতে পারে
যাতে প্রভুদের হরণ প্রক্রিয়ার নিরাপত্তা বজায় থাকে
সেটা নিশ্চিত করে দেহরক্ষীর দল
ভিলেনের শক্তি অমানুষের বাহুবল

এবার আইনের পালা
সামলা বাবা ঠ্যালা সামলা
তারা জন্ম নিয়েছে যাদের ঔরসে
সেই বাবারা জাগবে এবার দারুণ পৌরুষে
সামাল দেবে সব ঝড়-ঝাপটা
আইন এবার দেখায় সেই নাচ খ্যামটা
যাদের দায়িত্ব রক্ষণাবেক্ষণ
তারাও চায় আপোস, একটু-আধটু ভক্ষণ
কারো অর্থ হলে চলে 
কেউ থাকতে চায় ক্ষমতার আঁচলে
মানুষ ভুলে যায় কিছুদিন গেলে
আইনের শাসন শোষণে রূপ নেয় পুঁজির কৌশলে
প্রথমে যে গল্প বলতে চেয়েছিলাম 
সেই গল্প ভুলে গিয়েছি
চারপাশের এত হাহাকার শুনে শুনে
কলমের আঁচড়ে যা শালা সত্য বলে দিয়েছি।।

© রিশাদ ফয়সল

© রিশাদ ফয়সল
তোর এই পতন থামা | রিশাদ ফয়সল




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন