শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

পুরুষ সংক্রান্ত বিষয় | কবিতাঞ্চল



পুরুষের পক্ষে কিছু উচ্চারণ
কিছু সত্য উচ্চারণ এখানে আজ প্রকাশিত হোক
যতটুকু আমার মানবিক সামর্থ্যের মধ্যে সম্ভব
ততটুকু বলছি শোন - 
মেয়ে তুমি যেই হও
বন্ধু, বোন, পরিচারিকা এমনকি মা
পুরুষের দুর্বোধ্য আগ্রাসী অবাধ্য লোলুপ নজরবন্দী তুমি
এ যেন আদিম গনোরিয়া রক্ত প্রবাহে ..

তুমি বধির হয়ে যাবে 
তুমি অন্ধ হয়ে যাবে
তুমি হয়ে যাবে স্তব্ধ
বিপন্ন বিহ্বল হয়ে যাবে ত্রাসে
পুরুষ যখন আর থাকে না মানুষ

এই আমি মানুষ বলছি আমাকে বিশ্বাস করো
আমি পুরুষ বলছি আমাকে বিশ্বাস করো না 
যখন আমি মানুষ তখন আমি তোমার
যখন আমি পুরুষ তখন সেই আমি কারো নই ..

© রিশাদ ফয়সল

কবি এবং কন্ঠ : রিশাদ ফয়সল
বই : এক গ্রন্থ প্রলাপ চলুক
প্রকাশনা সংস্থা : ক্যাথার্সিস পাবলিশিং
প্রকাশ কাল : ২০০৮, বাংলা একাডেমি গ্রন্থ মেলা।




Poet and Reciter : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Audio Recording : Studio 100 Miles.
Bangla Academy Book Fair, 2008.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন