শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

শূন্যতা ছুঁয়েছে মহাশূন্য

শূন্যতা ছুঁয়েছে মহাশূন্য | © রিশাদ ফয়সল




এক শান্ত সবুজ গ্রাম
মানুষ সহজ সরল
গ্রামের সবুজ ছুঁয়ে

ছুটেছে নদীর জল
শিশুর হাসিমুখ
মায়ের চোখে সুখ
তরুণ প্রাণে জোয়ার
স্বপ্ন আকাশ ছোঁয়ার
পুরুষ মাঠে ঘাটে
স্বাধীন পায়ে হাঁটে।

হঠাৎ কী যে হলো
সবুজ এলোমেলো
রাজনীতির জাগে লোভ
বাড়িয়ে দিলো ক্ষোভ
আগুন উঠলো জ্বলে
নীল, কুটিল কৌশলে ..

সবুজ ছাই ছাই
মানুষের হিসাব নাই
লাশের সংখ্যা বাড়ছে
মানুষ আপন ভূমি ছাড়ছে
এই বাতাস বারুদে ঠাসা
উধাও শান্তির ভাষা
অসহায় মানুষের চিৎকার
সীমান্ত ছাড়িয়ে ছড়াচ্ছে হাহাকার ..

শূন্যতা ছুঁয়েছে মহাশূন্য
পাপী পাপকে বলছে পুণ্য
মনে রেখো বুমেরাং ইতিহাস
জালিমের গলায় পরায় ফাঁস
শূন্যস্থানে আসবে কালবৈশাখী
প্রকৃতির প্রতিশোধ দেয়না ফাঁকি ।।

© রিশাদ ফয়সল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন