সোমবার, ২৬ মার্চ, ২০১৮

সেই অবাক আজব দেশ


আজব দেশের আজব গল্প তোমাদেরকে শোনাই
খোলস খুলে ভেতর থেকে কিছু কথা জানাই

ভাবছো বুঝি রাজা-মন্ত্রী রসাতলে গেলো
আকাশ ফুঁড়ে এটা আবার কোত্থেকে রে এলো

এই আসা যাওয়ার কারন খুঁজে সময় নষ্ট থাক
এক আজব দেশের আজব গল্প শুরু করা যাক

আজব দেশের মানুষগুলোর জীবন যাপন দেখো
এমন দেশটি কোথাও খুঁজে তুমি পাবে নাকো

ক্রমাগত দ্রব্যমূল্য উঠছে উর্ধ্বপানে
মানুষগুলো এই ব্যাপারটা মেনে নিতে জানে

দ্রব্য তোমার আশেপাশে মূল্য আকাশ ছোঁয়া
দ্রব্য পেলে মানুষ ভাবে চাঁদকে হলো পাওয়া

চাঁদকে পেয়ে মানুষ তখন কষ্ট ভুলে থাকে
বৃদ্ধি পেলো মূল্য কবে কেবা মনে রাখে

'অভ্যাসের দাস' - বলে এক বাক্য শুনেছি
সেই আজব দেশে ভ্রমন করে সেটা বুঝেছি

রিক্সা কিংবা সি.এন.জি-তে কিংবা বাসে ওঠো
চালক তোমার মহাপ্রভূ তুমি সবার ছোট

হেলপার দেখো মহামানব নারী সঙ্গ লোভে
নামিয়ে দেবার ছলে বলে ঐ অঙ্গখানি ছোঁবে

ভাড়া নিয়ে বাড়াবাড়ি ঐ যাত্রী অসহায়
কারন খুঁজে পাবে না ভাই সব যুক্তি নিরুপায়

রাস্তা ঘাটে ট্রাফিক জ্যামে এই অর্ধ জীবন শেষ
মানুষ ভাবে বেঁচে আছি এটাই খুব বেশ

বেঁচে থাকার মানে আজ এটা যদি হয়
আমায় বলো ঐ নরক কোথায় মৃত্যু কারে কয়

লোডশেডিং যন্ত্রনাতে পুড়তে যদি চাও
আজব দেশে নিশ্চিন্তে তুমি চলে যাও

রাজধানীতে একটু ভালো সব জেলা আঁধারময়
ভূতের চাইতে বেশি ভাবায় লোডশেডিং ভয়

দূর্নীতিতে উচ্চগতি চোখে বড্ড লাগে
আশার কথা এক পরিবর্তন এসেছে একটু আগে

পরিবর্তন খুব ভালো জিনিস যদি প্রগতিশীল হয়
তা না হলে ঠিক শুরু হবে নতুন নতুন ক্ষয়

আজব দেশ এক স্বর্গরাজ্য সন্ত্রাসীদের জন্য
মানব জীবন সেই দেশে মূল্যহীন পণ্য

ক্রসফায়ারে মরছে এবার ঐ সন্ত্রাসীরা বেশ
ভয় জাগছে মনে মনে ভয়ের কবে শেষ

সংস্কৃতিতে বাড়ছে বেশী কেব্‌ল টিভির প্রভাব
অল্প হলেও আসছে কিছু শেকড় থেকে জবাব

রক্তে যেন মিশে যাচ্ছে পাক-ভারতীয় সুর
হাসন-লালন-করিম সুরে লড়ে সুমধুর

আজব একটা দেশে আছি আমি তুমি আমরা
প্রতিদিন পুরু হচ্ছে গন্ডারের চামড়া

আজব দেশ খুব আজব নয় এটা তোমার আমার দেশ
তোমার আমার চিরচেনা সেই অবাক বাংলাদেশ

অনেক হলো এবার আজব দেশের আশার কথা বলি
আশার কথা শঙ্কা এলে আমরা আশার কথা বলি

আশার কথা বলতে বলতে এসো আমরা এক হই
সোনার দেশের সেই হীরক স্বপন বেশী দূরে কই?


© রিশাদ ফয়সল


রিশাদ ফয়সল
সেই অবাক আজব দেশ | রিশাদ ফয়সল




Poet and Reciter : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Audio Recording : Studio 100 Miles.
Bangla Academy Book Fair, 2008.
কবি এবং কন্ঠ : রিশাদ ফয়সল
বই : এক গ্রন্থ প্রলাপ চলুক
প্রকাশনা সংস্থা : ক্যাথার্সিস পাবলিশিং
প্রকাশ কাল : ২০০৮, বাংলা একাডেমি গ্রন্থ মেলা।








মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

শোকাচ্ছন্ন ত্রিভুবন

নামতে নামতে ভেঙে পড়ে
ঘুরে যায় মুখ
খুঁজে পায় মৃত্যুকূপ
পাহাড়ে লেলিহান উড়োজাহাজ
নারী, পুরুষ, শিশুর
বাড়িয়ে যাচ্ছে লাশের স্তূপ ..

এমন পতন এমন মৃত্যু
আহা মিথ্যে যদি হতো
আকাশ আজ অন্ধকার
বুকে জ্বলছে গভীর ক্ষত
আগ্রাসী আগুন
বোঝেনা জাতপাত
সব স্বপ্ন পুড়ে ছাই
পুড়ছে মেহেদীরাঙা হাত ..

তোমাদের জন্য আমাদের
শুদ্ধ ভালোবাসাটুকু রেখো
প্রিয়ন্ময়ী, অনিরুদ্ধ
তোমাদের জগতে তোমরা ভাল থেকো।।

© রিশাদ ফয়সল


© Rishad Faisal
শোকাচ্ছন্ন ত্রিভুবন © রিশাদ ফয়সল