মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

শোকাচ্ছন্ন ত্রিভুবন

নামতে নামতে ভেঙে পড়ে
ঘুরে যায় মুখ
খুঁজে পায় মৃত্যুকূপ
পাহাড়ে লেলিহান উড়োজাহাজ
নারী, পুরুষ, শিশুর
বাড়িয়ে যাচ্ছে লাশের স্তূপ ..

এমন পতন এমন মৃত্যু
আহা মিথ্যে যদি হতো
আকাশ আজ অন্ধকার
বুকে জ্বলছে গভীর ক্ষত
আগ্রাসী আগুন
বোঝেনা জাতপাত
সব স্বপ্ন পুড়ে ছাই
পুড়ছে মেহেদীরাঙা হাত ..

তোমাদের জন্য আমাদের
শুদ্ধ ভালোবাসাটুকু রেখো
প্রিয়ন্ময়ী, অনিরুদ্ধ
তোমাদের জগতে তোমরা ভাল থেকো।।

© রিশাদ ফয়সল


© Rishad Faisal
শোকাচ্ছন্ন ত্রিভুবন © রিশাদ ফয়সল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন