কথা ছিল নব ফাল্গুনে গাছে গাছে ফুল ধরবার
কথা তো ছিল না সেই রাজপথে কোন যুবার রক্ত ঝরবার
মরেছে তবুও ঝরেছে রক্ত বাঙালী যুবার বারবার
আমাদের আছে তাজা রক্ত রাজপথে যেন ঢালবার
মায়ের ভাষায় কথা বলবো এইতো ছিল চাওয়া
রক্ত বিনা এইটুকুও হয়নি সেদিন পাওয়া
উর্দু ভাষায় কথা বলে বলে ওরা হতে বলে শুদ্ধ
ওদের ঘোষণা এই জাতিকে করেছে ভিষন ভাবে ক্রদ্ধ
সালাম, রফিক, বরকতেরা তাই দিয়েছে বুকের রক্ত
পৃথিবীর বুকে বাংলা ভাষার ভিতকে করেছে শক্ত
রক্তে রাঙা পোস্টারে ছাওয়া একুশের রাজপথ
একুশেই যেন সচল হয়েছে এই বাঙালীর জয়রথ
নষ্ট করেছে আমার ভাইয়েরা সকল ষড়যন্ত্র
ওদের পুজিঁ মায়ের শেখানো এক অব্যর্থ মূলমন্ত্র
পরাজিত আজ এই বাংলার বুকে সকল অত্যাচারী
তারিখটা হলো রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি।।
২১/০২/২০০০ ইং
© রিশাদ ফয়সল
![]() |
| রক্তে রাঙা নব ফাল্গুন | রিশাদ ফয়সল |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন