ইংরেজি ক্যালেন্ডারে
চোখের সামনে ঝুলছে
এই ফেব্রুয়ারির উনত্রিশ
হিসাব কিতাবে লিপ ইয়ার
এবারের মতো এই বাংলায়
শেষ হলো ভাষার মাস
ভেঙে যায় বই মেলা
ফুরিয়ে যায় ইংরেজি ভালোবাসার মাস
এই কন্ঠ, কলমে
জেগে থাকে মাতৃভাষা বাংলা
অক্ষরের মেলায় কবিতার অক্ষয় মিছিল
জেগে থাকে কবির ভালোবাসার বসন্ত।
রিশাদ ফয়সল
২৯ | ২ | ২০২৪ ইং

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন