বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

আমরা অনির্বাণ আমরা চিরন্তন | রিশাদ ফয়সল | কবিতাঞ্চল

একুশ থেকে আগুন নিয়ে 
ফাগুন আনব বলে 
ভেতরে গভীরে সুনিপুণ 
এক তৎপরতা চলে ..

যতবার তোমরা টুঁটি চেপে ধরো
ততবার আমরা জাগি
ঘুমাই আমরা মরি না কখনো
যুদ্ধের অনুরাগী ..

বারুদে পিষিয়ে ধুলাতে মিশিয়ে
যখনই তোমরা দিতে চেয়ছ শিক্ষা
আমরা তখনই মন্ত্র জপেছি
নীরবে নিয়েছি যুদ্ধের যত দীক্ষা ..

পোশাকি নয় মনে প্রাণে 
আমরা সত্যের সৈনিক
দ্বিধাহীন চোখে লালন করেছি
স্বপ্ন গৈরিক ..

তোমরা অবাক 
আমরা কেন বারবার ফিরে আসি
আমরা অনির্বাণ আমরা চিরন্তন
মায়ের মুখের হাসি।।

© রিশাদ ফয়সল 


আমরা অনির্বাণ আমরা চিরন্তন | রিশাদ ফয়সল | কবিতাঞ্চল
আমরা অনির্বাণ আমরা চিরন্তন | রিশাদ ফয়সল | কবিতাঞ্চল

#একুশেফেব্রুয়ারি
#মহানশহীদদিবস 
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস
#মাতৃভাষা
#বাংলা
#কবিতা
#আবৃত্তি
#রিশাদফয়সল
#কবিতাঞ্চল

শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সম্প্রীতির শহরে

সম্প্রীতির শহরে || কবিতাঞ্চল


শরতের বৃষ্টিতে শহর আমার
জল, জীবনে পথঘাট একাকার
শারদীয় উৎসবের রং মাখা
এই সম্প্রীতির শহর মায়ায় ঢাকা
ঘৃণার পৃথিবীতে আমরা মানুষ অন্য
আমরা বাঁচি আমাদের মানুষের জন্য।

যতবার এই শহর পুড়েছে আগুনে
মাথা তুলে আমরা জেগেছি ফাগুনে
আমরা জাগি কর্মে
বর্ণে, জাগি ধর্মে।

এই শহরে বারবার
মানবতার সংজ্ঞা আমরা লিখি
আমরা দূর্জয়, দূর্বার
আমরা আমাদের কাছ থেকে শিখি।।

© রিশাদ ফয়সল

বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

অধিবর্ষ | কবিতাঞ্চল


ইংরেজি ক্যালেন্ডারে
চোখের সামনে ঝুলছে
এই ফেব্রুয়ারির উনত্রিশ
হিসাব কিতাবে লিপ ইয়ার

এবারের মতো এই বাংলায়
শেষ হলো ভাষার মাস
ভেঙে যায় বই মেলা
ফুরিয়ে যায় ইংরেজি ভালোবাসার মাস

এই কন্ঠ, কলমে
জেগে থাকে মাতৃভাষা বাংলা
অক্ষরের মেলায় কবিতার অক্ষয় মিছিল
জেগে থাকে কবির ভালোবাসার বসন্ত।

রিশাদ ফয়সল
২৯ | ২ | ২০২৪ ইং

অধিবর্ষ | কবিতাঞ্চল
অধিবর্ষ || কবিতাঞ্চল 

সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

অগ্নিকুণ্ড | কবিতাঞ্চল

পাল্টে যাচ্ছে এই ক্যালেন্ডার
পাল্টে যাওয়ার খেলায়
অক্সিজেন পুড়িয়ে 
আকাশ হবে অগ্নিকুণ্ড 
চোখে জ্বলবে আতশবাজি
পাল্টে যাবে হাওয়া 
ভয়ে চুপসে যাবে পথের কুকুর
বারান্দার সব বেড়াল ..

শহরের বৃদ্ধ দেখবে বৃদ্ধাঙ্গুল 
এই তারুণ্য থমকে যাবে বেহায়া মধ্যমাঙ্গুলে 
অসহায় শিশু খুঁজবে অনন্ত আড়াল 
পাখির বসবাস অযোগ্য হয়ে যাবে সমাজ

ক্যালেন্ডার পাল্টে যাওয়ার পর 
ভোরের আলোয় 
কবিতা খুঁজতে গিয়ে এক কবি খুঁজে পাবে
অসভ্য নগর সভ্যতা 
অসংখ্য মৃত পাখির পালকে মানুষের পাপ 
এবং একটি হরর গল্প।

© রিশাদ ফয়সল

আতশবাজি || কবিতাঞ্চল
    অগ্নিকুণ্ড || কবিতাঞ্চল


বুধবার, ১৫ জুলাই, ২০২০

অশান্ত বিশ বিষাক্ত শিস

অশান্ত বিশ বিষাক্ত শিস || কবিতাঞ্চল















আলোর নীচে অন্ধকার খুঁজেছি
লাগে আলোছায়ায় ভালো
জলের তৃষ্ণা মেটাও আমার
ঢালো আরো ঢালো
মাথায় মাথায় কোষে কোষে
সাজাই নতুন দৃশ্য
আমার ভেতরে কবি আমিটা
আসল মহাবিশ্ব ..

খেয়াল টলছে
দেয়াল বলছে
ক্যালেন্ডারে বিশ বিশ
নিঃশ্বাসে বিষ
প্রশ্বাসে বিষ
মৃত্যু দেয় শিস ..

কুকুর খাচ্ছে হরিণ ছিঁড়ে
তাজা ডলফিন মাটি মাটি
দলে দলে আমরা বেকুব
উল্টো পথে হাঁটি ..

দেখে যাও দেখে যাও 
বুঝে নাও মানচিত্র
বাড়ছে সংখ্যা বাড়ছে শঙ্কা
মরছে শত্রু মিত্র ..

এত জীবনের ক্ষয়
আমরা থামাবো কী করে 
বাড়ছে আমাদের ভয়
আমরা পোষাবো কী করে ...

© রিশাদ ফয়সল
 

শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯

রক্তে রাঙা নব ফাল্গুন


কথা ছিল নব ফাল্গুনে গাছে গাছে ফুল ধরবার
কথা তো ছিল না সেই রাজপথে কোন যুবার রক্ত ঝরবার

মরেছে তবুও ঝরেছে রক্ত বাঙালী যুবার বারবার
আমাদের আছে তাজা রক্ত রাজপথে যেন ঢালবার

মায়ের ভাষায় কথা বলবো এইতো ছিল চাওয়া
রক্ত বিনা এইটুকুও হয়নি সেদিন পাওয়া

উর্দু ভাষায় কথা বলে বলে ওরা হতে বলে শুদ্ধ
ওদের ঘোষণা এই জাতিকে করেছে ভিষন ভাবে ক্রদ্ধ

সালাম, রফিক, বরকতেরা তাই দিয়েছে বুকের রক্ত
পৃথিবীর বুকে বাংলা ভাষার ভিতকে করেছে শক্ত

রক্তে রাঙা পোস্টারে ছাওয়া একুশের রাজপথ
একুশেই যেন সচল হয়েছে এই বাঙালীর জয়রথ

নষ্ট করেছে আমার ভাইয়েরা সকল ষড়যন্ত্র
ওদের পুজিঁ মায়ের শেখানো এক অব্যর্থ মূলমন্ত্র

পরাজিত আজ এই বাংলার বুকে সকল অত্যাচারী
তারিখটা হলো রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি।।

২১/০২/২০০০ ইং
© রিশাদ ফয়সল



© রিশাদ ফয়সল
রক্তে রাঙা নব ফাল্গুন | রিশাদ ফয়সল


সোমবার, ২৬ মার্চ, ২০১৮

সেই অবাক আজব দেশ


আজব দেশের আজব গল্প তোমাদেরকে শোনাই
খোলস খুলে ভেতর থেকে কিছু কথা জানাই

ভাবছো বুঝি রাজা-মন্ত্রী রসাতলে গেলো
আকাশ ফুঁড়ে এটা আবার কোত্থেকে রে এলো

এই আসা যাওয়ার কারন খুঁজে সময় নষ্ট থাক
এক আজব দেশের আজব গল্প শুরু করা যাক

আজব দেশের মানুষগুলোর জীবন যাপন দেখো
এমন দেশটি কোথাও খুঁজে তুমি পাবে নাকো

ক্রমাগত দ্রব্যমূল্য উঠছে উর্ধ্বপানে
মানুষগুলো এই ব্যাপারটা মেনে নিতে জানে

দ্রব্য তোমার আশেপাশে মূল্য আকাশ ছোঁয়া
দ্রব্য পেলে মানুষ ভাবে চাঁদকে হলো পাওয়া

চাঁদকে পেয়ে মানুষ তখন কষ্ট ভুলে থাকে
বৃদ্ধি পেলো মূল্য কবে কেবা মনে রাখে

'অভ্যাসের দাস' - বলে এক বাক্য শুনেছি
সেই আজব দেশে ভ্রমন করে সেটা বুঝেছি

রিক্সা কিংবা সি.এন.জি-তে কিংবা বাসে ওঠো
চালক তোমার মহাপ্রভূ তুমি সবার ছোট

হেলপার দেখো মহামানব নারী সঙ্গ লোভে
নামিয়ে দেবার ছলে বলে ঐ অঙ্গখানি ছোঁবে

ভাড়া নিয়ে বাড়াবাড়ি ঐ যাত্রী অসহায়
কারন খুঁজে পাবে না ভাই সব যুক্তি নিরুপায়

রাস্তা ঘাটে ট্রাফিক জ্যামে এই অর্ধ জীবন শেষ
মানুষ ভাবে বেঁচে আছি এটাই খুব বেশ

বেঁচে থাকার মানে আজ এটা যদি হয়
আমায় বলো ঐ নরক কোথায় মৃত্যু কারে কয়

লোডশেডিং যন্ত্রনাতে পুড়তে যদি চাও
আজব দেশে নিশ্চিন্তে তুমি চলে যাও

রাজধানীতে একটু ভালো সব জেলা আঁধারময়
ভূতের চাইতে বেশি ভাবায় লোডশেডিং ভয়

দূর্নীতিতে উচ্চগতি চোখে বড্ড লাগে
আশার কথা এক পরিবর্তন এসেছে একটু আগে

পরিবর্তন খুব ভালো জিনিস যদি প্রগতিশীল হয়
তা না হলে ঠিক শুরু হবে নতুন নতুন ক্ষয়

আজব দেশ এক স্বর্গরাজ্য সন্ত্রাসীদের জন্য
মানব জীবন সেই দেশে মূল্যহীন পণ্য

ক্রসফায়ারে মরছে এবার ঐ সন্ত্রাসীরা বেশ
ভয় জাগছে মনে মনে ভয়ের কবে শেষ

সংস্কৃতিতে বাড়ছে বেশী কেব্‌ল টিভির প্রভাব
অল্প হলেও আসছে কিছু শেকড় থেকে জবাব

রক্তে যেন মিশে যাচ্ছে পাক-ভারতীয় সুর
হাসন-লালন-করিম সুরে লড়ে সুমধুর

আজব একটা দেশে আছি আমি তুমি আমরা
প্রতিদিন পুরু হচ্ছে গন্ডারের চামড়া

আজব দেশ খুব আজব নয় এটা তোমার আমার দেশ
তোমার আমার চিরচেনা সেই অবাক বাংলাদেশ

অনেক হলো এবার আজব দেশের আশার কথা বলি
আশার কথা শঙ্কা এলে আমরা আশার কথা বলি

আশার কথা বলতে বলতে এসো আমরা এক হই
সোনার দেশের সেই হীরক স্বপন বেশী দূরে কই?


© রিশাদ ফয়সল


রিশাদ ফয়সল
সেই অবাক আজব দেশ | রিশাদ ফয়সল




Poet and Reciter : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Audio Recording : Studio 100 Miles.
Bangla Academy Book Fair, 2008.
কবি এবং কন্ঠ : রিশাদ ফয়সল
বই : এক গ্রন্থ প্রলাপ চলুক
প্রকাশনা সংস্থা : ক্যাথার্সিস পাবলিশিং
প্রকাশ কাল : ২০০৮, বাংলা একাডেমি গ্রন্থ মেলা।