মনে নেই কবে পাঁজরে পোষ মেনেছে ফাগুন
মনে আছে অকরুণ নগরে লালন করেছি বেসামাল আগুন
অসংখ্য গ্রহ পুড়িয়ে ছাই করে চিত্তবিক্ষোভে উড়িয়েছি আকাশে আকাশে
ছাই নেমে গেলে বিশুদ্ধ অক্সিজেন টেনেছি নির্বিকার বাতাসে
শুদ্ধ প্রবাহে ফুসফুস যখন টান টান
মৃতদের ভিড়ে বুক চিতিয়ে গেয়েছি জীবনের জয়গান
অবলীলায় অন্তর্জগতে ঢু মারি ঋদ্ধ হবার পণে
আবহমান আসর বসিয়ে উৎসুক সব মনে
ছয়টি ঋতুর প্রথম ঋতুর প্রথম মাসের প্রথম দিনে
দাবানলে ঝড়ো সময় আগুন আরো আগুন আনে
বৈশাখী সব রঙ আগুন বুকে চেপে
পদক্ষেপের পালা শুরু বৈভব মেপে মেপে
লড়াই করে কবির কলম লড়াই করে কবি
চৈতন্যে আজ সঞ্চারিত দ্রোহে আঁকা ছবি।।
© রিশাদ ফয়সল
মনে আছে অকরুণ নগরে লালন করেছি বেসামাল আগুন
অসংখ্য গ্রহ পুড়িয়ে ছাই করে চিত্তবিক্ষোভে উড়িয়েছি আকাশে আকাশে
ছাই নেমে গেলে বিশুদ্ধ অক্সিজেন টেনেছি নির্বিকার বাতাসে
শুদ্ধ প্রবাহে ফুসফুস যখন টান টান
মৃতদের ভিড়ে বুক চিতিয়ে গেয়েছি জীবনের জয়গান
অবলীলায় অন্তর্জগতে ঢু মারি ঋদ্ধ হবার পণে
আবহমান আসর বসিয়ে উৎসুক সব মনে
ছয়টি ঋতুর প্রথম ঋতুর প্রথম মাসের প্রথম দিনে
দাবানলে ঝড়ো সময় আগুন আরো আগুন আনে
বৈশাখী সব রঙ আগুন বুকে চেপে
পদক্ষেপের পালা শুরু বৈভব মেপে মেপে
লড়াই করে কবির কলম লড়াই করে কবি
চৈতন্যে আজ সঞ্চারিত দ্রোহে আঁকা ছবি।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন