দেশ ধর্ষিত হচ্ছে ..
পালাক্রমে ..
ক্রমাগত ..
অবিরত জঠরে পৌঁছে যাচ্ছে ঐ
লালসার লালা সর্বস্ব
বিষাক্ত কোটি কোটি বীজ ..
আকাশে নয় ..
মাটিতেই আজ ঐ শকুনের আনাগোনা
জীবনের নয় ..
শুরু হয়েছে ধ্বংসের দিন গোনা।
দেশ এবার ভোগ্য নাম
মা আজ ভোগের জন্যে
মূল্যবোধ এখন সর্বোচ্চ কৌতুক ..
স্থুল কৌতুক দেখো স্বনামধন্যের শিল্প
অন্তর্বাসের আড়ালে প্রতিটি শিশ্ন এখন
একেকটি প্রতীকী হানাদার বেয়োনেট।
© রিশাদ ফয়সল
পালাক্রমে ..
ক্রমাগত ..
অবিরত জঠরে পৌঁছে যাচ্ছে ঐ
লালসার লালা সর্বস্ব
বিষাক্ত কোটি কোটি বীজ ..
আকাশে নয় ..
মাটিতেই আজ ঐ শকুনের আনাগোনা
জীবনের নয় ..
শুরু হয়েছে ধ্বংসের দিন গোনা।
দেশ এবার ভোগ্য নাম
মা আজ ভোগের জন্যে
মূল্যবোধ এখন সর্বোচ্চ কৌতুক ..
স্থুল কৌতুক দেখো স্বনামধন্যের শিল্প
অন্তর্বাসের আড়ালে প্রতিটি শিশ্ন এখন
একেকটি প্রতীকী হানাদার বেয়োনেট।
© রিশাদ ফয়সল
![]() | |
|

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন