অর্থের পিছে ছুটে ছুটে সুখ যতটা পাই
অর্থ প্রাপ্তির মাঝে সুখ ততটা নাই
অর্থ অর্থ চারিদিকে অর্থের গোলযোগ
তবু লোকের বাড়ছে রে ভাই আর্থিক মনযোগ
অর্থ ছাড়া কারো কাছে জীবন অর্থহীন
অর্থাভাবে বাড়ছে কারো চিরস্থায়ী ঋণ
অর্থ যখন একটি মাত্র লক্ষ্য কারো হয়
চলতে থাকে মেদের স্ফীতি বাড়তে থাকে ক্ষয়
অর্থের কারন জীবন হলে অর্থ মধুময়
অর্থের লাগি জীবন মানে জীবন অপচয়
কী আসলে অর্থের মানে সবকিছু না ছাই
ঘোরের মাঝে শেষ হয়ে যায় পুরো জীবনটাই
© রিশাদ ফয়সল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন