শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

দুর্জয় ঘাঁটি


© রিশাদ ফয়সল
© Rishad Faisal

















বাংলার মাটি এই বাংলার জল
আমাদের মমতাময়ী মায়ের আঁচল
সবুজ বনানী ঐ আকাশের নীল
সাগর পাড়ে ওড়ে গাঙচিল
দুচোখ মেললে ফসলের মাঠ
মন খুলে দেয় সকল কপাট
আমাদের মনে আমাদের ঘরে
লাল-সবুজ পতাকা ওড়ে
ঢেউ খেলে যায় জলে জলে
জলের তালে নৌকা চলে
উত্তাল নদী মাঝির সুরে
ভয় চলে যায় অনেক দূরে
গায়েন মাঝি যোদ্ধা তখন
তুফান বয়ে যায় নদীতে যখন
এই মাটি দেখে যদি ঘাত
প্রস্তুত হও পাবে প্রতিঘাত
আমাদের মাটি এক দুর্জয় ঘাঁটি
রক্তে ভিজেই হয়েছে খাঁটি।।

© রিশাদ ফয়সল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন