বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

বোঝার চেষ্টা করুন

©রিশাদ ফয়সল
















এই শহর আপনার না
আপনার চলে যাওয়া উচিত
চুপচাপ কেটে পড়া উচিত
ভালো কিছু করতে চাইলে
মানব কল্যাণে নিজেকে
সঁপে দিতে চাইলে
অন্য কোন শহর খুঁজুন
দয়া করে বোঝার চেষ্টা করুন
এই শহরে নেই আপনার ঠিকানা
আজকাল সত্য বলা মানা
এই শহর বিপন্ন শহর
এই শহর আপনার না।

লোপ পাচ্ছে বোধ
বাতাসে উড়ছে ভয়
ডালভাত খুন, প্রতিশোধ
দেখছি নিজেদের ক্ষয়।

এই শহরে থাকতে হলে
চলেন চুপ হয়ে যাই
নয়তো শিনা টানটান করে সত্য বলে
চলেন একে একে সবাই গুম হয়ে যাই।

©রিশাদ ফয়সল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন