অনেকটা সময় কেটেছে মৃত্যু জানালায়
সখ্য নির্মাণ বাস্তবে অনিবার্য ছিল
হয়ে গেছে সখ্য নিভৃতে
এখন মৃত্যু দেখি মুহূর্তে মুহূর্তে অসংখ্য
দরজার চৌকাঠে মৃত্যু দেখি অবিরাম
মৃত্যু দেখি আমাদের
মৃত্যু দেখি তোমাদের
মৃত্যু দেখি বিশ্বাসের
মৃত্যু দেখি জীবনের
মৃত্যু নেই স্মৃতির
মৃত্যু নেই শুধু মৃত্যুর ..
সময়ের কোটর থেকে মাথা তোলে লক্ষ লক্ষ ফণা
স্মৃতির বিষাক্ত ছোবল
শিরায় শিরায় রক্ত প্রবাহে যন্ত্রণা নীল
রঙিন কাফনে মোড়া শরীর আমরা ..
অমানুষের হাতে মানুষের মৃত্যু
মানুষের আঘাতে মানুষের মৃত্যু
অবিশ্বাসের দাপটে বিশ্বাস নির্বাসনে
ক্লাস্টার বোমার বর্ষণে সভ্যতার ধর্ষণে
আমরা মৃত্যু দেখি আমাদের
মোদ্দাকথা মৃত্যুই এখন অবিনশ্বর জীবন আমাদের ...
© রিশাদ ফয়সল
© রিশাদ ফয়সল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন