বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

বোঝার চেষ্টা করুন

©রিশাদ ফয়সল
















এই শহর আপনার না
আপনার চলে যাওয়া উচিত
চুপচাপ কেটে পড়া উচিত
ভালো কিছু করতে চাইলে
মানব কল্যাণে নিজেকে
সঁপে দিতে চাইলে
অন্য কোন শহর খুঁজুন
দয়া করে বোঝার চেষ্টা করুন
এই শহরে নেই আপনার ঠিকানা
আজকাল সত্য বলা মানা
এই শহর বিপন্ন শহর
এই শহর আপনার না।

লোপ পাচ্ছে বোধ
বাতাসে উড়ছে ভয়
ডালভাত খুন, প্রতিশোধ
দেখছি নিজেদের ক্ষয়।

এই শহরে থাকতে হলে
চলেন চুপ হয়ে যাই
নয়তো শিনা টানটান করে সত্য বলে
চলেন একে একে সবাই গুম হয়ে যাই।

©রিশাদ ফয়সল

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

শ্মশানে অগ্ন্যুৎপাত চলছে

© রিশাদ ফয়সল

শীতল যুদ্ধ থামেনি কখনো ..
গোরের সব দরজা খুলছে
শ্মশানে অগ্নু্যৎপাত চলছে
যুদ্ধবাজ চোখ রাত জাগে এখনো।

যুদ্ধের দামামা থামেনা থামেনি কখনো ..
অস্ত্রধারীরা ওঁৎ পেতে বসে আছে
পর্দার পেছনে তান্ডব নাচ নাচে
বুটের শব্দে শত্রুরা আসছে এগিয়ে এখনো।  

যুদ্ধবিরতি কাগজে-কলমে, ময়দানে ছিলোনা কখনো ..
ছোটরা ধ্বংস, হোক নির্বংশ, কেউ কেউ নাম দেয় নিয়তি ..
বড়দের নীতি মানে - যুদ্ধই সব আজ, যুদ্ধই আনবে প্রগতি ..
সব অসুরের মগজে, মাঠ-ঘাট ক্ষেত্রে যুদ্ধ চলেছে, চলছে এখনো।

আমরা জীবনের স্বপ্ন দেখেছি, দেখে যাই, থামিনি এখনো ..
কখনো ভাষা, কখনো ভূমি, কখনো সম্মান রক্ষায়, উত্তাল ঢল হয়ে নেমেছি ..
ভেসে গেছি রক্তে, তবু ভেসে যাইনি, আঁধারে যোদ্ধা হয়ে রাত জেগেছি ..
শত্রুর ছলে বলে পরাজয় দেখেছি, তবু হার মানিনি কখনো।
সময়ের সন্তান তারুণ্য আমরাই, জেনে রেখো জেগে আছি এখনো।।

© রিশাদ ফয়সল

সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

ভানুমতী ভানুমতী

রূপকুমারীর রূপের টানে জমে গেছে মেলা
এবার সবাই দেখবে চেয়ে ভানুমতীর খেলা
মেলায় এসে হেসে হেসে তালে তালে চলে
রঙ্গ করে সখীর সাথে কী জানি কী বলে 
ওকে দেখে রাজকুমার আর কাঠুরিয়ার ছেলে 
সবাই ভাবে ধন্য হবে ওকে কাছে পেলে 
ভানুমতীর পাণি পেতে সবাই দিশেহারা
ওরা ভাবে মরে যাবে রূপকুমারী ছাড়া 
কেউ পেলোনা রূপকুমারী সবাই গেল লড়ে
লড়াই করে একে একে সবাই গেল মরে 
এটাই হলো রূপের টানে রূপকুমারীর মেলা
সকলে মরে জমিয়ে গেল ভানুমতীর খেলা।


© রিশাদ ফয়সল


© রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

নিঠুর নূরীর নেশা

গেরামের ব্যাটা মজনু
রিকশা টানে ঢাকায়
বেশী টানে শুকনা নেশা
ঐ অল্প কয়টা ট্যাকায়
একটু বেশি ট্যাকা পাইলে
নূরীর কাছে যায়
সেই রাইতে মজনুর বউ
নিঠুর অপেক্ষায় ...

অপেক্ষা চলতে থাকে
কান্দে পরান গতর
বস্তির হিরো কালা চাঁন
গায়ে মাখে আতর
মজনুর ঘরে আতর গায়ে 
তার ব্যাপক আনাগোনা
মজনুর চাইতে তার বউডার সাথে 
বাড়ে জানাশোনা ...

বাড়তে থাকে মজনুর নেশা
সেই নূরীর কাছে যাওয়া
পাঙ্খা এইবার মজনুর বউ
গায়ে লাগে হাওয়া
পরান খুঁজে পরান পাখী
গতর কিছু চায়
মজনুর বউ তাই নূরী সাইজা 
কালার কাছে যায় ...

©রিশাদ ফয়সল

Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.
















আমি যখন সুখী

ভাল লাগে
স্বপ্নদানি, স্বপ্ন যখন থাকে
ভাল লাগে
জীবনটাকে স্বপ্ন দেখার ফাঁকে

ভাল লাগে
বারান্দাতে চাঁদের উপস্থিতি
ভাল লাগে
জনমনে চিরকালীন স্থিতি 

ভাল লাগে
বাঁকাপথে সোজা হয়ে চলা
ভাল লাগে
সবার জন্য কন্ঠ ছেড়ে বলা

ভাল লাগে
সবার ভেতর আমার আনাগোনা
ভাল লাগে
সময়টাকে হচ্ছে জানাশোনা

ভাল লাগে
ভালোবেসে ভাল যখন থাকি
ভাল লাগে
জীবন-স্বপ্ন করতে মাখামাখি

ভাল লাগে
মুক্ত আকাশ আমার দেশের মাটি
ভাল লাগে
যখন আমি একা একা হাঁটি

ভাল লাগে
যখন দেখি আমার লক্ষ্য এক স্থির
ভাল লাগে
তীব্র গতি মাঝে মাঝে খুব ধীর

ভাল লাগে
স্বপ্ন সিঁদুর যখন তোমার মাথায়
ভাল লাগে
তোমায় নিয়ে একটি শীতের কাঁথায়

ভাল লাগে
মানুষ যখন মানুষ মানুষ বলে
ভাল লাগে
সত্য পথে আমরা দলে দলে

ভাল লাগে
বিশ্ব যখন একটি পরিবারের
ভাল লাগে
দেখতে পতন সকল স্বৈরাচারের

ভাল লাগে
অনেক দূরের স্বপ্ন কেউ তো দেখে
ভাল লাগে
এগোচ্ছে কেউ প্রথম পদক্ষেপে

ভাল লাগে
যখন দেখি ভবিষ্যতের ছবি
ভাল লাগে
কলম হাতে যখন আমি কবি।

© রিশাদ ফয়সল


Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.




টাট্টু ঘোড়ার খেলা

ছুটছি এবার পাবো বলে বিজয়ের মালা
নিজেই এবার নিজেকে তাই ছাড়িয়ে যাবার পালা


টাট্টু ঘোড়া এ মনটা আমার টগবগিয়ে ছোটে
বিদ্রোহী সব এই আমার মতো সঙ্গী সাথী জোটে


হঠাৎ করে সব ছুঁয়ে দেবো স্বপ্ন আছে যত
আমরা বাউল সবাই মিলে স্বপ্ন ছোঁয়ায় রত


জীবনকে আমরা বলি আজব একটা খেলা
ছুটছি আমরা উড়িয়ে ধূলো ছুটছি সারাবেলা


দেহ মনে উঠছে বেড়ে সব বিদ্রোহী ডালপালা
দেখছে সবাই অবাক চোখে এই টাট্টু ঘোড়ার খেলা।




©রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

















চিতা গ্রাসে

জ্বলবে আমার চিতার আগুন
জ্বলবে আগুন ঘরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ..
এই ধরাধাম রাখবে না আর
আমায় আমার ঘরে
কাছের মানুষ ভুলছে আমায়
দিচ্ছে যে পর করে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ..

যাচ্ছে ওরা আমায় নিয়ে 
আঁধার শ্মশান ঘাটে
আমার স্মৃতি ওদের সাথে 
পায়ে পায়ে হাঁটে
যাচ্ছে শরীর যাচ্ছি আমি
যাচ্ছি পরপারে
থাকিস তোরা ভাল থাকিস
আমি ছাড়া ঘরে

মন্ত্র পড়ে দিচ্ছে এবার
আমায় চিতায় তুলে
মনটা যেতে চাইছে নারে
বলছি না মুখ খুলে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ...
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

এই স্বভাব প্রবাহে আদিম সভ্যতা

উজ্জ্বল তীব্র আলো আমাকে ভয়ানক বিব্রত করে
সম্পূর্ণ আঁধার আমাকে গ্রাস করে
আলোছায়ার সম অধিকারে শান্তি খুঁজে পাই বোধে
আসলে প্রকৃত আলোছায়ায় ভেতরের প্রকৃত অতিমানব মুক্তি পায়
এটা স্বভাবে আছে ..
এটা এই আমার রক্তে বহমান ..

নগ্ন তোমাকে দেখে বিব্রত হই
তোমার অন্ধকার খোলস আমাকে গ্রাস করে 
সেই তুমি যখন কিছুটা উন্মুক্ত কিছুটা বিরত তখন তুমি শ্রেষ্ঠ সুন্দর
আর শ্রেষ্ঠ সৌন্দর্যের অসহ্য উত্তাপ ভেতরের প্রেম প্রকোপ প্রকাশ করে
এটা স্বভাবে আছে ..
এটা রক্তে বহমান ..

প্রেম এই আমাকে আদিম করে তোলে
তখন আমার চোখে জ্বলে অনন্ত যৌবন
তখন আমি আদি রসে মত্ত অতিমানব এক
দাপিয়ে বেড়াই অনায়াসে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে
মাঝে মাঝে আমি গুহামানব হয়ে যাই
আঁধার অরণ্য চিড়ে হয়ে যাই প্রাগৈতিহাসিক আদিম
আবিষ্কার করি আগুন
এরপর অসভ্য থেকে ধীরে ধীরে শান্ত সভ্য হয়ে উঠি ...

Rishad Faisal
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

কবি

অনেকে বলে কবিরা পাগল
আমি বলি হ্যাঁ পাগল তো বটেই
তা না হলে কেউ আবার জীবনের কথা বলে নাকি
অনেকে বলে কবিরা সব বেহায়া
আমি বলি অবশ্যই বেহায়া
এর জন্যই তো কবিরা প্রেমের কথা বলে
কেউ কেউ কবিকে অমানুষ বলেই জানেন
আমি তখন বলি - ঠিক ধরেছেন
এ কারনেই কবিরা মানুষের পক্ষে বলতে পারে ...

Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

ডানে ও বামে


আমি পুরুষের পক্ষে, পুরুষের বিপক্ষে
আমি নারীর পক্ষে, নারীর বিপক্ষে
আমি আমার পক্ষে, আমার বিপক্ষে
আমি মানুষের পক্ষে, মানুষের বিপক্ষে
ধ্বংসের পক্ষে আমি, ধ্বংসের বিপক্ষেও
নির্মাণে আমি, আছি নির্মাণের বিপক্ষে 
আমি প্রথার পক্ষে এবং বিপক্ষে
আমি সত্যের প্রশ্নে পক্ষ বিপক্ষের পক্ষে ...

© রিশাদ ফয়সল


©রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

প্যাগোডায় স্থির

পথ চলেছি ইচ্ছে মতো
সঙ্গী ভালোবাসা 
পথের বুকেই লিখবো আমরা 
যুদ্ধ জয়ের ভাষা
পথকে আজ শিখিয়ে যাবো
পথিক কাকে বলে
জীবনটা ঝালিয়ে নেবো
প্রেমের দাবানলে
ভালোবেসে পথে পথে
ঢুকেছি প্যাগোডায়
এবার পর্বতসম 
স্থির হবো অস্থির প্রার্থনায় ...

© রিশাদ ফয়সল


©রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

উড়ুক্কু কৃষ্ণ রাধা

উতলা খবর মাতাল হাওয়ায় উড়ছে দেখো কৃষ্ণ রাধা
চলছে প্রণয় দিবানিশি ছুটছে তারা না মেনে বাধা

আকাশ বাতাস কাঁপছে মাটি, উথাল পাথাল এক প্রেমের নাচন
ঐ ঝরনার জলে সুরে সুরে হচ্ছে কৃষ্ণ রাধার আপন

রসিকের তরিকায় রসের পেয়ালায়, যৌথ মনের আদান প্রদান
চলছে ভাবের বিনিময় প্রথা, গড়ছে ভাঙছে মান অভিমান

নিপুণভাবে ভাঙছে, গড়ছে মিলেমিশে দুই জনে
বাড়ছে প্রণয় ধীরে ধীরে খুব নিভৃত নির্মাণে

ঝরনার তালে, প্রেমের সুরে চলছে আজ গলা সাধা
উড়ছে দুজন এক আকাশে, উড়ছে এই কৃষ্ণ রাধা।

© রিশাদ ফয়সল

© রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.
















বুধবার, ১ নভেম্বর, ২০১৭

সাম্প্রতিক জীবন

অনেকটা সময় কেটেছে মৃত্যু জানালায়
সখ্য নির্মাণ বাস্তবে অনিবার্য ছিল 
হয়ে গেছে সখ্য নিভৃতে
এখন মৃত্যু দেখি মুহূর্তে মুহূর্তে অসংখ্য
দরজার চৌকাঠে মৃত্যু দেখি অবিরাম
মৃত্যু দেখি আমাদের
মৃত্যু দেখি তোমাদের
মৃত্যু দেখি বিশ্বাসের
মৃত্যু দেখি জীবনের
মৃত্যু নেই স্মৃতির
মৃত্যু নেই শুধু মৃত্যুর ..

সময়ের কোটর থেকে মাথা তোলে লক্ষ লক্ষ ফণা
স্মৃতির বিষাক্ত ছোবল
শিরায় শিরায় রক্ত প্রবাহে যন্ত্রণা নীল
রঙিন কাফনে মোড়া শরীর আমরা ..

অমানুষের হাতে মানুষের মৃত্যু
মানুষের আঘাতে মানুষের মৃত্যু 
অবিশ্বাসের দাপটে বিশ্বাস নির্বাসনে
ক্লাস্টার বোমার বর্ষণে সভ্যতার ধর্ষণে 
আমরা মৃত্যু দেখি আমাদের 
মোদ্দাকথা মৃত্যুই এখন অবিনশ্বর জীবন আমাদের ...

© রিশাদ ফয়সল

Rishad Faisal
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.Add caption