মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

শ্মশানে অগ্ন্যুৎপাত চলছে

© রিশাদ ফয়সল

শীতল যুদ্ধ থামেনি কখনো ..
গোরের সব দরজা খুলছে
শ্মশানে অগ্নু্যৎপাত চলছে
যুদ্ধবাজ চোখ রাত জাগে এখনো।

যুদ্ধের দামামা থামেনা থামেনি কখনো ..
অস্ত্রধারীরা ওঁৎ পেতে বসে আছে
পর্দার পেছনে তান্ডব নাচ নাচে
বুটের শব্দে শত্রুরা আসছে এগিয়ে এখনো।  

যুদ্ধবিরতি কাগজে-কলমে, ময়দানে ছিলোনা কখনো ..
ছোটরা ধ্বংস, হোক নির্বংশ, কেউ কেউ নাম দেয় নিয়তি ..
বড়দের নীতি মানে - যুদ্ধই সব আজ, যুদ্ধই আনবে প্রগতি ..
সব অসুরের মগজে, মাঠ-ঘাট ক্ষেত্রে যুদ্ধ চলেছে, চলছে এখনো।

আমরা জীবনের স্বপ্ন দেখেছি, দেখে যাই, থামিনি এখনো ..
কখনো ভাষা, কখনো ভূমি, কখনো সম্মান রক্ষায়, উত্তাল ঢল হয়ে নেমেছি ..
ভেসে গেছি রক্তে, তবু ভেসে যাইনি, আঁধারে যোদ্ধা হয়ে রাত জেগেছি ..
শত্রুর ছলে বলে পরাজয় দেখেছি, তবু হার মানিনি কখনো।
সময়ের সন্তান তারুণ্য আমরাই, জেনে রেখো জেগে আছি এখনো।।

© রিশাদ ফয়সল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন