শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

এই স্বভাব প্রবাহে আদিম সভ্যতা

উজ্জ্বল তীব্র আলো আমাকে ভয়ানক বিব্রত করে
সম্পূর্ণ আঁধার আমাকে গ্রাস করে
আলোছায়ার সম অধিকারে শান্তি খুঁজে পাই বোধে
আসলে প্রকৃত আলোছায়ায় ভেতরের প্রকৃত অতিমানব মুক্তি পায়
এটা স্বভাবে আছে ..
এটা এই আমার রক্তে বহমান ..

নগ্ন তোমাকে দেখে বিব্রত হই
তোমার অন্ধকার খোলস আমাকে গ্রাস করে 
সেই তুমি যখন কিছুটা উন্মুক্ত কিছুটা বিরত তখন তুমি শ্রেষ্ঠ সুন্দর
আর শ্রেষ্ঠ সৌন্দর্যের অসহ্য উত্তাপ ভেতরের প্রেম প্রকোপ প্রকাশ করে
এটা স্বভাবে আছে ..
এটা রক্তে বহমান ..

প্রেম এই আমাকে আদিম করে তোলে
তখন আমার চোখে জ্বলে অনন্ত যৌবন
তখন আমি আদি রসে মত্ত অতিমানব এক
দাপিয়ে বেড়াই অনায়াসে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে
মাঝে মাঝে আমি গুহামানব হয়ে যাই
আঁধার অরণ্য চিড়ে হয়ে যাই প্রাগৈতিহাসিক আদিম
আবিষ্কার করি আগুন
এরপর অসভ্য থেকে ধীরে ধীরে শান্ত সভ্য হয়ে উঠি ...

Rishad Faisal
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন