জ্বলবে আমার চিতার আগুন
জ্বলবে আগুন ঘরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ..
এই ধরাধাম রাখবে না আর
আমায় আমার ঘরে
কাছের মানুষ ভুলছে আমায়
দিচ্ছে যে পর করে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ..
যাচ্ছে ওরা আমায় নিয়ে
আঁধার শ্মশান ঘাটে
আমার স্মৃতি ওদের সাথে
পায়ে পায়ে হাঁটে
যাচ্ছে শরীর যাচ্ছি আমি
যাচ্ছি পরপারে
থাকিস তোরা ভাল থাকিস
আমি ছাড়া ঘরে
মন্ত্র পড়ে দিচ্ছে এবার
আমায় চিতায় তুলে
মনটা যেতে চাইছে নারে
বলছি না মুখ খুলে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন