গেরামের ব্যাটা মজনু
রিকশা টানে ঢাকায়
বেশী টানে শুকনা নেশা
ঐ অল্প কয়টা ট্যাকায়
একটু বেশি ট্যাকা পাইলে
নূরীর কাছে যায়
সেই রাইতে মজনুর বউ
নিঠুর অপেক্ষায় ...
অপেক্ষা চলতে থাকে
কান্দে পরান গতর
বস্তির হিরো কালা চাঁন
গায়ে মাখে আতর
মজনুর ঘরে আতর গায়ে
তার ব্যাপক আনাগোনা
মজনুর চাইতে তার বউডার সাথে
বাড়ে জানাশোনা ...
বাড়তে থাকে মজনুর নেশা
সেই নূরীর কাছে যাওয়া
পাঙ্খা এইবার মজনুর বউ
গায়ে লাগে হাওয়া
পরান খুঁজে পরান পাখী
গতর কিছু চায়
মজনুর বউ তাই নূরী সাইজা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন