ভাল লাগে
স্বপ্নদানি, স্বপ্ন যখন থাকে
ভাল লাগে
জীবনটাকে স্বপ্ন দেখার ফাঁকে
ভাল লাগে
বারান্দাতে চাঁদের উপস্থিতি
ভাল লাগে
জনমনে চিরকালীন স্থিতি
ভাল লাগে
বাঁকাপথে সোজা হয়ে চলা
ভাল লাগে
সবার জন্য কন্ঠ ছেড়ে বলা
ভাল লাগে
সবার ভেতর আমার আনাগোনা
ভাল লাগে
সময়টাকে হচ্ছে জানাশোনা
ভাল লাগে
ভালোবেসে ভাল যখন থাকি
ভাল লাগে
জীবন-স্বপ্ন করতে মাখামাখি
ভাল লাগে
মুক্ত আকাশ আমার দেশের মাটি
ভাল লাগে
যখন আমি একা একা হাঁটি
ভাল লাগে
যখন দেখি আমার লক্ষ্য এক স্থির
ভাল লাগে
তীব্র গতি মাঝে মাঝে খুব ধীর
ভাল লাগে
স্বপ্ন সিঁদুর যখন তোমার মাথায়
ভাল লাগে
তোমায় নিয়ে একটি শীতের কাঁথায়
ভাল লাগে
মানুষ যখন মানুষ মানুষ বলে
ভাল লাগে
সত্য পথে আমরা দলে দলে
ভাল লাগে
বিশ্ব যখন একটি পরিবারের
ভাল লাগে
দেখতে পতন সকল স্বৈরাচারের
ভাল লাগে
অনেক দূরের স্বপ্ন কেউ তো দেখে
ভাল লাগে
এগোচ্ছে কেউ প্রথম পদক্ষেপে
ভাল লাগে
যখন দেখি ভবিষ্যতের ছবি
ভাল লাগে
কলম হাতে যখন আমি কবি।
© রিশাদ ফয়সল
© রিশাদ ফয়সল
![]() | |
|

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন