অনেকে বলে কবিরা পাগল
আমি বলি হ্যাঁ পাগল তো বটেই
তা না হলে কেউ আবার জীবনের কথা বলে নাকি
অনেকে বলে কবিরা সব বেহায়া
আমি বলি অবশ্যই বেহায়া
এর জন্যই তো কবিরা প্রেমের কথা বলে
কেউ কেউ কবিকে অমানুষ বলেই জানেন
আমি তখন বলি - ঠিক ধরেছেন
এ কারনেই কবিরা মানুষের পক্ষে বলতে পারে ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন