রূপকুমারীর রূপের টানে জমে গেছে মেলা
এবার সবাই দেখবে চেয়ে ভানুমতীর খেলা
এবার সবাই দেখবে চেয়ে ভানুমতীর খেলা
মেলায় এসে হেসে হেসে তালে তালে চলে
রঙ্গ করে সখীর সাথে কী জানি কী বলে
ওকে দেখে রাজকুমার আর কাঠুরিয়ার ছেলে
সবাই ভাবে ধন্য হবে ওকে কাছে পেলে
ভানুমতীর পাণি পেতে সবাই দিশেহারা
রঙ্গ করে সখীর সাথে কী জানি কী বলে
ওকে দেখে রাজকুমার আর কাঠুরিয়ার ছেলে
সবাই ভাবে ধন্য হবে ওকে কাছে পেলে
ভানুমতীর পাণি পেতে সবাই দিশেহারা
ওরা ভাবে মরে যাবে রূপকুমারী ছাড়া
কেউ পেলোনা রূপকুমারী সবাই গেল লড়ে
লড়াই করে একে একে সবাই গেল মরে
এটাই হলো রূপের টানে রূপকুমারীর মেলা
সকলে মরে জমিয়ে গেল ভানুমতীর খেলা।
© রিশাদ ফয়সল
কেউ পেলোনা রূপকুমারী সবাই গেল লড়ে
লড়াই করে একে একে সবাই গেল মরে
এটাই হলো রূপের টানে রূপকুমারীর মেলা
সকলে মরে জমিয়ে গেল ভানুমতীর খেলা।
© রিশাদ ফয়সল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন