শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

দুর্জয় ঘাঁটি


© রিশাদ ফয়সল
© Rishad Faisal

















বাংলার মাটি এই বাংলার জল
আমাদের মমতাময়ী মায়ের আঁচল
সবুজ বনানী ঐ আকাশের নীল
সাগর পাড়ে ওড়ে গাঙচিল
দুচোখ মেললে ফসলের মাঠ
মন খুলে দেয় সকল কপাট
আমাদের মনে আমাদের ঘরে
লাল-সবুজ পতাকা ওড়ে
ঢেউ খেলে যায় জলে জলে
জলের তালে নৌকা চলে
উত্তাল নদী মাঝির সুরে
ভয় চলে যায় অনেক দূরে
গায়েন মাঝি যোদ্ধা তখন
তুফান বয়ে যায় নদীতে যখন
এই মাটি দেখে যদি ঘাত
প্রস্তুত হও পাবে প্রতিঘাত
আমাদের মাটি এক দুর্জয় ঘাঁটি
রক্তে ভিজেই হয়েছে খাঁটি।।

© রিশাদ ফয়সল



বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

বোঝার চেষ্টা করুন

©রিশাদ ফয়সল
















এই শহর আপনার না
আপনার চলে যাওয়া উচিত
চুপচাপ কেটে পড়া উচিত
ভালো কিছু করতে চাইলে
মানব কল্যাণে নিজেকে
সঁপে দিতে চাইলে
অন্য কোন শহর খুঁজুন
দয়া করে বোঝার চেষ্টা করুন
এই শহরে নেই আপনার ঠিকানা
আজকাল সত্য বলা মানা
এই শহর বিপন্ন শহর
এই শহর আপনার না।

লোপ পাচ্ছে বোধ
বাতাসে উড়ছে ভয়
ডালভাত খুন, প্রতিশোধ
দেখছি নিজেদের ক্ষয়।

এই শহরে থাকতে হলে
চলেন চুপ হয়ে যাই
নয়তো শিনা টানটান করে সত্য বলে
চলেন একে একে সবাই গুম হয়ে যাই।

©রিশাদ ফয়সল

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

শ্মশানে অগ্ন্যুৎপাত চলছে

© রিশাদ ফয়সল

শীতল যুদ্ধ থামেনি কখনো ..
গোরের সব দরজা খুলছে
শ্মশানে অগ্নু্যৎপাত চলছে
যুদ্ধবাজ চোখ রাত জাগে এখনো।

যুদ্ধের দামামা থামেনা থামেনি কখনো ..
অস্ত্রধারীরা ওঁৎ পেতে বসে আছে
পর্দার পেছনে তান্ডব নাচ নাচে
বুটের শব্দে শত্রুরা আসছে এগিয়ে এখনো।  

যুদ্ধবিরতি কাগজে-কলমে, ময়দানে ছিলোনা কখনো ..
ছোটরা ধ্বংস, হোক নির্বংশ, কেউ কেউ নাম দেয় নিয়তি ..
বড়দের নীতি মানে - যুদ্ধই সব আজ, যুদ্ধই আনবে প্রগতি ..
সব অসুরের মগজে, মাঠ-ঘাট ক্ষেত্রে যুদ্ধ চলেছে, চলছে এখনো।

আমরা জীবনের স্বপ্ন দেখেছি, দেখে যাই, থামিনি এখনো ..
কখনো ভাষা, কখনো ভূমি, কখনো সম্মান রক্ষায়, উত্তাল ঢল হয়ে নেমেছি ..
ভেসে গেছি রক্তে, তবু ভেসে যাইনি, আঁধারে যোদ্ধা হয়ে রাত জেগেছি ..
শত্রুর ছলে বলে পরাজয় দেখেছি, তবু হার মানিনি কখনো।
সময়ের সন্তান তারুণ্য আমরাই, জেনে রেখো জেগে আছি এখনো।।

© রিশাদ ফয়সল

সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

ভানুমতী ভানুমতী

রূপকুমারীর রূপের টানে জমে গেছে মেলা
এবার সবাই দেখবে চেয়ে ভানুমতীর খেলা
মেলায় এসে হেসে হেসে তালে তালে চলে
রঙ্গ করে সখীর সাথে কী জানি কী বলে 
ওকে দেখে রাজকুমার আর কাঠুরিয়ার ছেলে 
সবাই ভাবে ধন্য হবে ওকে কাছে পেলে 
ভানুমতীর পাণি পেতে সবাই দিশেহারা
ওরা ভাবে মরে যাবে রূপকুমারী ছাড়া 
কেউ পেলোনা রূপকুমারী সবাই গেল লড়ে
লড়াই করে একে একে সবাই গেল মরে 
এটাই হলো রূপের টানে রূপকুমারীর মেলা
সকলে মরে জমিয়ে গেল ভানুমতীর খেলা।


© রিশাদ ফয়সল


© রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

নিঠুর নূরীর নেশা

গেরামের ব্যাটা মজনু
রিকশা টানে ঢাকায়
বেশী টানে শুকনা নেশা
ঐ অল্প কয়টা ট্যাকায়
একটু বেশি ট্যাকা পাইলে
নূরীর কাছে যায়
সেই রাইতে মজনুর বউ
নিঠুর অপেক্ষায় ...

অপেক্ষা চলতে থাকে
কান্দে পরান গতর
বস্তির হিরো কালা চাঁন
গায়ে মাখে আতর
মজনুর ঘরে আতর গায়ে 
তার ব্যাপক আনাগোনা
মজনুর চাইতে তার বউডার সাথে 
বাড়ে জানাশোনা ...

বাড়তে থাকে মজনুর নেশা
সেই নূরীর কাছে যাওয়া
পাঙ্খা এইবার মজনুর বউ
গায়ে লাগে হাওয়া
পরান খুঁজে পরান পাখী
গতর কিছু চায়
মজনুর বউ তাই নূরী সাইজা 
কালার কাছে যায় ...

©রিশাদ ফয়সল

Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.
















আমি যখন সুখী

ভাল লাগে
স্বপ্নদানি, স্বপ্ন যখন থাকে
ভাল লাগে
জীবনটাকে স্বপ্ন দেখার ফাঁকে

ভাল লাগে
বারান্দাতে চাঁদের উপস্থিতি
ভাল লাগে
জনমনে চিরকালীন স্থিতি 

ভাল লাগে
বাঁকাপথে সোজা হয়ে চলা
ভাল লাগে
সবার জন্য কন্ঠ ছেড়ে বলা

ভাল লাগে
সবার ভেতর আমার আনাগোনা
ভাল লাগে
সময়টাকে হচ্ছে জানাশোনা

ভাল লাগে
ভালোবেসে ভাল যখন থাকি
ভাল লাগে
জীবন-স্বপ্ন করতে মাখামাখি

ভাল লাগে
মুক্ত আকাশ আমার দেশের মাটি
ভাল লাগে
যখন আমি একা একা হাঁটি

ভাল লাগে
যখন দেখি আমার লক্ষ্য এক স্থির
ভাল লাগে
তীব্র গতি মাঝে মাঝে খুব ধীর

ভাল লাগে
স্বপ্ন সিঁদুর যখন তোমার মাথায়
ভাল লাগে
তোমায় নিয়ে একটি শীতের কাঁথায়

ভাল লাগে
মানুষ যখন মানুষ মানুষ বলে
ভাল লাগে
সত্য পথে আমরা দলে দলে

ভাল লাগে
বিশ্ব যখন একটি পরিবারের
ভাল লাগে
দেখতে পতন সকল স্বৈরাচারের

ভাল লাগে
অনেক দূরের স্বপ্ন কেউ তো দেখে
ভাল লাগে
এগোচ্ছে কেউ প্রথম পদক্ষেপে

ভাল লাগে
যখন দেখি ভবিষ্যতের ছবি
ভাল লাগে
কলম হাতে যখন আমি কবি।

© রিশাদ ফয়সল


Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.




টাট্টু ঘোড়ার খেলা

ছুটছি এবার পাবো বলে বিজয়ের মালা
নিজেই এবার নিজেকে তাই ছাড়িয়ে যাবার পালা


টাট্টু ঘোড়া এ মনটা আমার টগবগিয়ে ছোটে
বিদ্রোহী সব এই আমার মতো সঙ্গী সাথী জোটে


হঠাৎ করে সব ছুঁয়ে দেবো স্বপ্ন আছে যত
আমরা বাউল সবাই মিলে স্বপ্ন ছোঁয়ায় রত


জীবনকে আমরা বলি আজব একটা খেলা
ছুটছি আমরা উড়িয়ে ধূলো ছুটছি সারাবেলা


দেহ মনে উঠছে বেড়ে সব বিদ্রোহী ডালপালা
দেখছে সবাই অবাক চোখে এই টাট্টু ঘোড়ার খেলা।




©রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

















চিতা গ্রাসে

জ্বলবে আমার চিতার আগুন
জ্বলবে আগুন ঘরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ..
এই ধরাধাম রাখবে না আর
আমায় আমার ঘরে
কাছের মানুষ ভুলছে আমায়
দিচ্ছে যে পর করে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ..

যাচ্ছে ওরা আমায় নিয়ে 
আঁধার শ্মশান ঘাটে
আমার স্মৃতি ওদের সাথে 
পায়ে পায়ে হাঁটে
যাচ্ছে শরীর যাচ্ছি আমি
যাচ্ছি পরপারে
থাকিস তোরা ভাল থাকিস
আমি ছাড়া ঘরে

মন্ত্র পড়ে দিচ্ছে এবার
আমায় চিতায় তুলে
মনটা যেতে চাইছে নারে
বলছি না মুখ খুলে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ...
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

এই স্বভাব প্রবাহে আদিম সভ্যতা

উজ্জ্বল তীব্র আলো আমাকে ভয়ানক বিব্রত করে
সম্পূর্ণ আঁধার আমাকে গ্রাস করে
আলোছায়ার সম অধিকারে শান্তি খুঁজে পাই বোধে
আসলে প্রকৃত আলোছায়ায় ভেতরের প্রকৃত অতিমানব মুক্তি পায়
এটা স্বভাবে আছে ..
এটা এই আমার রক্তে বহমান ..

নগ্ন তোমাকে দেখে বিব্রত হই
তোমার অন্ধকার খোলস আমাকে গ্রাস করে 
সেই তুমি যখন কিছুটা উন্মুক্ত কিছুটা বিরত তখন তুমি শ্রেষ্ঠ সুন্দর
আর শ্রেষ্ঠ সৌন্দর্যের অসহ্য উত্তাপ ভেতরের প্রেম প্রকোপ প্রকাশ করে
এটা স্বভাবে আছে ..
এটা রক্তে বহমান ..

প্রেম এই আমাকে আদিম করে তোলে
তখন আমার চোখে জ্বলে অনন্ত যৌবন
তখন আমি আদি রসে মত্ত অতিমানব এক
দাপিয়ে বেড়াই অনায়াসে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে
মাঝে মাঝে আমি গুহামানব হয়ে যাই
আঁধার অরণ্য চিড়ে হয়ে যাই প্রাগৈতিহাসিক আদিম
আবিষ্কার করি আগুন
এরপর অসভ্য থেকে ধীরে ধীরে শান্ত সভ্য হয়ে উঠি ...

Rishad Faisal
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

কবি

অনেকে বলে কবিরা পাগল
আমি বলি হ্যাঁ পাগল তো বটেই
তা না হলে কেউ আবার জীবনের কথা বলে নাকি
অনেকে বলে কবিরা সব বেহায়া
আমি বলি অবশ্যই বেহায়া
এর জন্যই তো কবিরা প্রেমের কথা বলে
কেউ কেউ কবিকে অমানুষ বলেই জানেন
আমি তখন বলি - ঠিক ধরেছেন
এ কারনেই কবিরা মানুষের পক্ষে বলতে পারে ...

Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

ডানে ও বামে


আমি পুরুষের পক্ষে, পুরুষের বিপক্ষে
আমি নারীর পক্ষে, নারীর বিপক্ষে
আমি আমার পক্ষে, আমার বিপক্ষে
আমি মানুষের পক্ষে, মানুষের বিপক্ষে
ধ্বংসের পক্ষে আমি, ধ্বংসের বিপক্ষেও
নির্মাণে আমি, আছি নির্মাণের বিপক্ষে 
আমি প্রথার পক্ষে এবং বিপক্ষে
আমি সত্যের প্রশ্নে পক্ষ বিপক্ষের পক্ষে ...

© রিশাদ ফয়সল


©রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

প্যাগোডায় স্থির

পথ চলেছি ইচ্ছে মতো
সঙ্গী ভালোবাসা 
পথের বুকেই লিখবো আমরা 
যুদ্ধ জয়ের ভাষা
পথকে আজ শিখিয়ে যাবো
পথিক কাকে বলে
জীবনটা ঝালিয়ে নেবো
প্রেমের দাবানলে
ভালোবেসে পথে পথে
ঢুকেছি প্যাগোডায়
এবার পর্বতসম 
স্থির হবো অস্থির প্রার্থনায় ...

© রিশাদ ফয়সল


©রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

উড়ুক্কু কৃষ্ণ রাধা

উতলা খবর মাতাল হাওয়ায় উড়ছে দেখো কৃষ্ণ রাধা
চলছে প্রণয় দিবানিশি ছুটছে তারা না মেনে বাধা

আকাশ বাতাস কাঁপছে মাটি, উথাল পাথাল এক প্রেমের নাচন
ঐ ঝরনার জলে সুরে সুরে হচ্ছে কৃষ্ণ রাধার আপন

রসিকের তরিকায় রসের পেয়ালায়, যৌথ মনের আদান প্রদান
চলছে ভাবের বিনিময় প্রথা, গড়ছে ভাঙছে মান অভিমান

নিপুণভাবে ভাঙছে, গড়ছে মিলেমিশে দুই জনে
বাড়ছে প্রণয় ধীরে ধীরে খুব নিভৃত নির্মাণে

ঝরনার তালে, প্রেমের সুরে চলছে আজ গলা সাধা
উড়ছে দুজন এক আকাশে, উড়ছে এই কৃষ্ণ রাধা।

© রিশাদ ফয়সল

© রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.
















বুধবার, ১ নভেম্বর, ২০১৭

সাম্প্রতিক জীবন

অনেকটা সময় কেটেছে মৃত্যু জানালায়
সখ্য নির্মাণ বাস্তবে অনিবার্য ছিল 
হয়ে গেছে সখ্য নিভৃতে
এখন মৃত্যু দেখি মুহূর্তে মুহূর্তে অসংখ্য
দরজার চৌকাঠে মৃত্যু দেখি অবিরাম
মৃত্যু দেখি আমাদের
মৃত্যু দেখি তোমাদের
মৃত্যু দেখি বিশ্বাসের
মৃত্যু দেখি জীবনের
মৃত্যু নেই স্মৃতির
মৃত্যু নেই শুধু মৃত্যুর ..

সময়ের কোটর থেকে মাথা তোলে লক্ষ লক্ষ ফণা
স্মৃতির বিষাক্ত ছোবল
শিরায় শিরায় রক্ত প্রবাহে যন্ত্রণা নীল
রঙিন কাফনে মোড়া শরীর আমরা ..

অমানুষের হাতে মানুষের মৃত্যু
মানুষের আঘাতে মানুষের মৃত্যু 
অবিশ্বাসের দাপটে বিশ্বাস নির্বাসনে
ক্লাস্টার বোমার বর্ষণে সভ্যতার ধর্ষণে 
আমরা মৃত্যু দেখি আমাদের 
মোদ্দাকথা মৃত্যুই এখন অবিনশ্বর জীবন আমাদের ...

© রিশাদ ফয়সল

Rishad Faisal
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.Add caption















মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

অর্থের গোলযোগ


অর্থের পিছে ছুটে ছুটে সুখ যতটা পাই
অর্থ প্রাপ্তির মাঝে সুখ ততটা নাই

অর্থ অর্থ চারিদিকে অর্থের গোলযোগ
তবু লোকের বাড়ছে রে ভাই আর্থিক মনযোগ

অর্থ ছাড়া কারো কাছে জীবন অর্থহীন
অর্থাভাবে বাড়ছে কারো চিরস্থায়ী ঋণ

অর্থ যখন একটি মাত্র লক্ষ্য কারো হয়
চলতে থাকে মেদের স্ফীতি বাড়তে থাকে ক্ষয়

অর্থের কারন জীবন হলে অর্থ মধুময়
অর্থের লাগি জীবন মানে জীবন অপচয়

কী আসলে অর্থের মানে সবকিছু না ছাই
ঘোরের মাঝে শেষ হয়ে যায় পুরো জীবনটাই


© রিশাদ ফয়সল




© রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

বিক্ষিপ্ত বিশুদ্ধ অনুভবে | রিশাদ ফয়সল | কবিতাঞ্চল

এক ।।
মন দিয়েছে রণে ভঙ্গ
পুণ্য চাইছে পাপের সঙ্গ।

দুই ।।
এই দুঃখ মানে সর্বনাশা বলে যে কেউ কেউ
রিশাদ বলে জীবন নদী এই দুঃখ হলো ঢেউ।

তিন।।
হেঁটে গেলে পথে তুমি
এলোমেলো চুলে
ঠিক স্ট্যাচু হয়ে বসে থাকি
সবকিছু ভুলে।

চার।।
প্রেম মানে ভাল থাকার সবচেয়ে খারাপ অভ্যাস ..

পাঁচ।।
তোদের দেখা চোখের দেখা
আমি দেখি মনে
দেহ আমার শহরবাসী
মনটা ঘোরে বনে।

© রিশাদ ফয়সল

Rishad Faisal

Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.
























প্রতীকী বেয়োনেট


দেশ ধর্ষিত হচ্ছে ..
পালাক্রমে ..
ক্রমাগত ..
অবিরত জঠরে পৌঁছে যাচ্ছে ঐ
লালসার লালা সর্বস্ব
বিষাক্ত কোটি কোটি বীজ ..
আকাশে নয় ..
মাটিতেই আজ ঐ শকুনের আনাগোনা
জীবনের নয় ..
শুরু হয়েছে ধ্বংসের দিন গোনা।

দেশ এবার ভোগ্য নাম
মা আজ ভোগের জন্যে
মূল্যবোধ এখন সর্বোচ্চ কৌতুক ..
স্থুল কৌতুক দেখো স্বনামধন্যের শিল্প
অন্তর্বাসের আড়ালে প্রতিটি শিশ্ন এখন
একেকটি প্রতীকী হানাদার বেয়োনেট।

© রিশাদ ফয়সল


© রিশাদ ফয়সল
Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.









সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

বদলে দেবার শপথ


বদলে দেব  এই পৃথিবী
ভাবনা ছিল মনে
বদলে যাচ্ছি নিজেই এখন
যাচ্ছি ক্ষণে ক্ষণে
বদলে দেয়া এত সহজ?
বলেছিল লোকে ..
আমরা বলি করবো সহজ
সাহস আছে বুকে ..
আমরা কোরাস করেছিলাম
শপথ মনে মনে ...

আমরা থেকে এখন আমি
হয়ে গেছি একা
স্বপ্ন ছোঁয়া কঠিন এবার
সেই নব পৃথিবী দেখা
কঠিন পথে কঠিন সময়
একা একাই চলি
বন্ধু পেলে পথের মাঝে
স্বপ্নের কথা বলি ...

বদলে যাচ্ছি ইচ্ছে করেই
বদলে দেব বলে
সেদিন আবার গাইব কোরাস
গাইব গলা খুলে
বদলে দেবার স্বপ্নের কথা
বলবো জনে জনে ...

© রিশাদ ফয়সল


Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

শূন্যতা ছুঁয়েছে মহাশূন্য

শূন্যতা ছুঁয়েছে মহাশূন্য | © রিশাদ ফয়সল




এক শান্ত সবুজ গ্রাম
মানুষ সহজ সরল
গ্রামের সবুজ ছুঁয়ে

ছুটেছে নদীর জল
শিশুর হাসিমুখ
মায়ের চোখে সুখ
তরুণ প্রাণে জোয়ার
স্বপ্ন আকাশ ছোঁয়ার
পুরুষ মাঠে ঘাটে
স্বাধীন পায়ে হাঁটে।

হঠাৎ কী যে হলো
সবুজ এলোমেলো
রাজনীতির জাগে লোভ
বাড়িয়ে দিলো ক্ষোভ
আগুন উঠলো জ্বলে
নীল, কুটিল কৌশলে ..

সবুজ ছাই ছাই
মানুষের হিসাব নাই
লাশের সংখ্যা বাড়ছে
মানুষ আপন ভূমি ছাড়ছে
এই বাতাস বারুদে ঠাসা
উধাও শান্তির ভাষা
অসহায় মানুষের চিৎকার
সীমান্ত ছাড়িয়ে ছড়াচ্ছে হাহাকার ..

শূন্যতা ছুঁয়েছে মহাশূন্য
পাপী পাপকে বলছে পুণ্য
মনে রেখো বুমেরাং ইতিহাস
জালিমের গলায় পরায় ফাঁস
শূন্যস্থানে আসবে কালবৈশাখী
প্রকৃতির প্রতিশোধ দেয়না ফাঁকি ।।

© রিশাদ ফয়সল

সোমবার, ১৭ জুলাই, ২০১৭

এমন কেন হয় | কবিতাঞ্চল



কী ভাবে অমনোযোগী হতে হয়
সে ব্যাপারে আমি খুব বেশি মনোযোগী 
আমি খুব ভালো করে বুঝি
কেমন করে অবুঝ হতে হয়
আমি খুঁজে বেড়াই এমন এক জায়গা
যেখানে আমাকে কেউ খুঁজে পায়না
আমি ভেবে মরি সেই ভাবনা
যে ভাবনা আজ কেউ ভাবতেই চায় না।

© রিশাদ ফয়সল



Poet : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

পুরুষ সংক্রান্ত বিষয় | কবিতাঞ্চল



পুরুষের পক্ষে কিছু উচ্চারণ
কিছু সত্য উচ্চারণ এখানে আজ প্রকাশিত হোক
যতটুকু আমার মানবিক সামর্থ্যের মধ্যে সম্ভব
ততটুকু বলছি শোন - 
মেয়ে তুমি যেই হও
বন্ধু, বোন, পরিচারিকা এমনকি মা
পুরুষের দুর্বোধ্য আগ্রাসী অবাধ্য লোলুপ নজরবন্দী তুমি
এ যেন আদিম গনোরিয়া রক্ত প্রবাহে ..

তুমি বধির হয়ে যাবে 
তুমি অন্ধ হয়ে যাবে
তুমি হয়ে যাবে স্তব্ধ
বিপন্ন বিহ্বল হয়ে যাবে ত্রাসে
পুরুষ যখন আর থাকে না মানুষ

এই আমি মানুষ বলছি আমাকে বিশ্বাস করো
আমি পুরুষ বলছি আমাকে বিশ্বাস করো না 
যখন আমি মানুষ তখন আমি তোমার
যখন আমি পুরুষ তখন সেই আমি কারো নই ..

© রিশাদ ফয়সল

কবি এবং কন্ঠ : রিশাদ ফয়সল
বই : এক গ্রন্থ প্রলাপ চলুক
প্রকাশনা সংস্থা : ক্যাথার্সিস পাবলিশিং
প্রকাশ কাল : ২০০৮, বাংলা একাডেমি গ্রন্থ মেলা।




Poet and Reciter : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Audio Recording : Studio 100 Miles.
Bangla Academy Book Fair, 2008.



বিত্রস্ত পরিধি | কবিতাঞ্চল



সভ্যতার পরিধি আজ বিন্দুতে  যেন স্থির
বিত্রস্ত মূল্যবোধের এ সম্মুখ গতি ধীর

বন্ধনহীন উদ্ভট সুখে উল্লোলে কাঁপে বোধ
পাহুন হৃদয়ে বিবশ নাচে রক্তের ঋণ শোধ

গোপন বোধন জ্বালায় স্নায়ুর অলিগলি
জটিল আবর্তে এই জীবনের পদাবলি

এই বৃত্তে শঙ্কার শেষ না হতেই আবার শুরু
সংশয়ের এই ক্ষেত্রে বুক কাঁপে দুরু দুরু।।

© রিশাদ ফয়সল

© রিশাদ ফয়সল

Poet  : Rishad Faisal
Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

শুক্রবার, ১২ মে, ২০১৭

কার্নিভ্যাল




আমি জানি পৃথিবীর সব
ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে জানো তুমি
চুম্বনকে উপেক্ষা ..
তুমি ভাবো -
তোমার মতো করে ভাবতে জানেনা কেউ
তোমার তুমিটাকে ভাঙতে শেখেনি কেউ

আমি সিদ্ধান্ত নিয়েছি -
তোমাকে ভালোবাসতে শেখাবো
উপেক্ষা নয়, শেখাবো অপেক্ষা ..
আমি তোমাকে ভাবাবো
তোমাকে কাঁদাবো
তোমাকে হাসাবো
এই হাতে হাত রেখে তুমি হাঁটবে অনন্ত পথ ...
তুমুল বৃষ্টিতে, অশ্লীল দুপুরে
আমি তুমি জ্বলবো
তুমি আমি ভিজবো
হেঁটে যাবো আমাদের সব সীমানা পেরিয়ে ...

তোমাকে আমি খেলা শেখাবো
অন্য পুরুষের মতো ছিঁড়ে খাবোনা এই তোমাকে
নিজেকে ভাঙতে শেখাবো
ভেঙে চুরমার করতে শেখাবো তোমাকে
বোঝাবো ওষ্ঠ-অধরের খেলা
তোমাকে শেখাবো - আরো গভীর
আরো শুদ্ধতম কোন খেলা ...

তুমি উজাগর চাঁদ
আমি ছুঁয়ে দিলে হবে জোৎস্নাময়ী
তোমাকে দেবো এক আলোকিত উঠোন
আমার উড্ডীন ভালোবাসা ওড়াবে তোমাকে
নিরেট উচ্ছ্বাস ভাসাবে তোমাকে
তুমি ভুলে যাবে সব ভয়
নিতল সংশয়
এই হাতে হাত রেখে
এই চোখে চোখ রেখে ...

কথা দিচ্ছি -
বিচিত্র বিকাশ তোমার দেখবে আমার উঠোনে
সাবলীল বিনির্মাণ আমার টের পাবে ভেতরে তোমার
শুধু একবার চলো আমার সাথে
যেখানে আছে অমোঘ আয়োজন
সেখানে শুধু তোমার প্রয়োজন
পাহাড়ের উত্তুঙ্গ চূড়ায়
ভালোবাসার কার্নিভ্যালে ...

© রিশাদ ফয়সল




Book : Ak Grontho Prolap Choluk
Publication : Catharsis Publishing.
Bangla Academy Book Fair, 2008.

বুধবার, ১০ মে, ২০১৭

তোর এই পতন থামা | কবিতাঞ্চল

কিছুদিন আগে ভাবছিলাম একটা গল্প লিখব
সমাজের কিছু বর্ণচোরা মানুষের গল্প
কিছুটা ভদ্রতার খাতিরে হোক
আইনী জটিলতা এড়াতে হোক
গুছিয়ে হয়তো বলতাম - এটা একটি কাল্পনিক গল্প
দুঃখজনক সত্য হচ্ছে - এই গল্পটি বাস্তব থেকে নিতে হচ্ছে
এই গল্পে কোন নায়ক নেই
পুরো গল্প জুড়ে ভিলেনের রাজত্ব 
এক বচনে নয় ভিলেন এখানে বহু বচনে সক্রিয়
ওরা আকাশের কাছাকাছি বাঁধে ঘর
মাটিতে নামে আঁধারে 
যখন বিকার নিবারণ প্রয়োজন
মাঝে মাঝে দিবালোকেও মারে ছো
ওদের বিকার, ওদের ক্ষুধা বোঝার নেই কোন জো

ওদের আছে সোনার পাহাড়
চূড়ায় বসে ওরা 
খিলখিল করে হাসে
ওদের বাবারা ওদের খুঁটি
চেপে ধরা যায়না টুটি
বিষ-বাষ্প ছড়ায় ওরা নিঃশ্বাসে-প্রশ্বাসে

যাদের প্রয়োজন চরিত্ররক্ষী
তারা নিয়ে ঘোরে দেহরক্ষী
এই দেহরক্ষীরাও গল্পের ভিলেন
নারীর সম্ভ্রম যাতে যথাযথভাবে হরণ করতে পারে
যাতে প্রভুদের হরণ প্রক্রিয়ার নিরাপত্তা বজায় থাকে
সেটা নিশ্চিত করে দেহরক্ষীর দল
ভিলেনের শক্তি অমানুষের বাহুবল

এবার আইনের পালা
সামলা বাবা ঠ্যালা সামলা
তারা জন্ম নিয়েছে যাদের ঔরসে
সেই বাবারা জাগবে এবার দারুণ পৌরুষে
সামাল দেবে সব ঝড়-ঝাপটা
আইন এবার দেখায় সেই নাচ খ্যামটা
যাদের দায়িত্ব রক্ষণাবেক্ষণ
তারাও চায় আপোস, একটু-আধটু ভক্ষণ
কারো অর্থ হলে চলে 
কেউ থাকতে চায় ক্ষমতার আঁচলে
মানুষ ভুলে যায় কিছুদিন গেলে
আইনের শাসন শোষণে রূপ নেয় পুঁজির কৌশলে
প্রথমে যে গল্প বলতে চেয়েছিলাম 
সেই গল্প ভুলে গিয়েছি
চারপাশের এত হাহাকার শুনে শুনে
কলমের আঁচড়ে যা শালা সত্য বলে দিয়েছি।।

© রিশাদ ফয়সল

© রিশাদ ফয়সল
তোর এই পতন থামা | রিশাদ ফয়সল